কঠিন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত হয়ে, কঠিন কিছু সিদ্ধান্ত নিয়েছি। নিজের সাথে নিজের লড়াই --> Critical Life hacks from Dhananjoy Das

আজ আমার যতটুকু বয়স হয়েছে তাতে জীবনের অনেক কিছু শিখতে পেরেছি । আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলো আমাকে কখনো সুখ দিয়েছে আবার কখনো দুঃখ দিয়েছে।

আমি বর্তমানে আমার জীবনের যে পর্যায়ে আছি, এই পর্যায়ে জীবনটাকে হরেক রকম ভাবে উপভোগ করার কথা। যেমন: বন্ধুদের সাথে আড্ডা মারা, খেলাধুলা করা। অর্থাৎ আকাশে রঙিন ঘুড়ির মতো উড়ার কথা । কিন্তু আমার তা না হয়ে, কি হচ্ছে? ঘরে বসে ঝিমাচ্ছি আর দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছি।


Dhananjoy Das 

তাই আজ হতাশাগ্রস্ত হৃদয়ে কিছু সিদ্ধান্ত নিব যা নিচে তুলে ধরা হলো:

১. আমি আমার সকল অনলাইন কার্যক্রম থেকে সাময়িক ভাবে বিরত থাকব। যেমন:

  • ফেসবুকে নিয়মিত আসবো না এমনকি প্রয়োজনে ফেসবুক ডিএকটিভ করে দিব।
  • আমি আমার ওয়েবসাইট ডিজাইন, ইউটিউব এর জন্য ভিডিও তৈরি কিংবা অন্যান্য আধার অনলাইন এক্টিভিটিস থেকে বিরত থাকব।

২. বর্তমানে, দ্বিতীয় বার। আর জীবনে কখনো আসবে না। তাই আমি এই সুযোগটা কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব

৩. সময়ের অপব্যবহার হবে এমন কোনো কাজে নিজেকে নিয়োজিত করবো না বরং নিজের লক্ষ্যে নিজেকে ব্যস্ত রাখতেই চেষ্টা করব। নিজের লক্ষ্য পূরণ করার জন্য যা যা করতে হবে তা করার চেষ্টা করব। তাতে যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় সে বাধা দূর করার প্রাণপণ চেষ্টা করব।

৪. প্রয়োজন হলে আমি আমার ফোনের ফ্যাক্টরি রিসেট দিয়ে দেব এবং অতীতের সকল স্মৃতি মুছে দেয়ার জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারি

৫. আমার হতাশা সৃষ্টি হওয়ার মূল যে কারণ তা হলো নিয়মিত সঠিক সময়ে না ঘুমানো । তাই আমাকে সঠিক সময় ঘুমাতে হবে। ঘুমানোর আগে কোনভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না। যদি মোবাইলের কারণে আমার ঘুমের সমস্যা হয় তাহলে সে মোবাইল ব্যবহার করা থেকে আমাকে বিরত রাখতে হবে ।

৬. আজ থেকে সময়ের কাজ সময়মতো করার চেষ্টা করব ।

৭. নিজের যত অলসতা আছে তা বর্জন করার চেষ্টা করব।

৮. নিজের লক্ষ্য ব্যতীত অন্য কোন চিন্তা নিজের মনে আসতে দিবো না। অন্যান্য চিন্তা থেকে নিজেকে বিরত রাখার একটাই উপায়, তা হল নিজের লক্ষ্যে নিজেকে স্থির করা। আর আমি সেটাই করব যা করলে নিজের লক্ষ্য পূরণ সহজ হবে।

৯. আমার কর্ম দ্বারা ভবিষ্যতের ফলাফল কি? আমি সে ফলাফল ভোগ করতে পারব কিনা? সেটা চিন্তা করব না বরং বর্তমান সময়টা কাজে লাগাবো। সুযোগ পাইছি কাজে লাগাতেই হবে এমন চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যেতে হবে । কর্মের ফল দেয়ার মালিক যে (পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ) তার ওপর বিশ্বাস রেখে কর্ম করে যাব ।

১০. যদি সম্ভব হয়, আশেপাশে থাকা মানুষগুলো থেকে তথা বন্ধু-বান্ধব থেকে নিজের কর্ম সম্বন্ধে বিশদ জানার চেষ্টা করব।

আজকের এই লেখাগুলো শুধু লেখা নয় বরং আমার জন্য একটা প্রতিজ্ঞা ও বটে। আশাকরি এ সিদ্ধান্ত গুলো পালন করতে পারবো। আমি আজ যে অবস্থায় আছি, আশা করছি এই সময়টাতে আমার স্ব-জনরা আমার পাশে থাকবে। সেই প্রত্যাশাই করি। 


 ধন্যবাদ সবাইকে।

1 Comments