আজ আমি আমার জীবনের কিছু তথ্য বলব যা এতদিন সবার থেকে আড়ালে ছিল । মূলত পক্ষে, আজকে বলতে চেষ্টা করব যে সঙ্গ মানুষের জীবনকে কীভাবে প্রবাহিত করতে পারে সে বিষয়ে।
আমার এতোটুকু জীবনে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গ লাভ করতে পেয়েছি যা আমাকে একটা অদ্ভুত অভিজ্ঞতা দিয়েছে। আজ এই অভিজ্ঞতার খানিকটা তুলে ধরার চেষ্টা করব।
★ 2008 --> এর পূর্ব পর্যন্ত আমার কোন স্মৃতিই তেমন মনে নাই। সুতরাং তার আগের কথা বেশি কিছু বলতে পারতেছি না।
★2008-2011 --> একটা স্বর্ণযুগ ছিল। যাদের সাথে চলাফেরা করতাম সবাই যেমনই হোক তাদের কোন অভ্যাস আমাকে প্রভাবিত করতে পারে নি বরং আমি আমার মত চলেছি। জীবনে যা বিনোদন উপভোগ করেছি তার ৭৫-৯০% এই যুগে উপভোগ করেছি।
★2012-2014 --> এটা লৌহ যুগ। স্কুলের সহপাঠীরা ছিল একমাত্র সঙ্গী । দিনের বেশির ভাগই কেটে যেত স্কুলে+প্রাইভেট। একটু সময় পেলে খেলাধূলা হত বেশ ভালই। পাড়ার বড়দের সাথে নিয়মিত খেলতাম। এমন সঙ্গও আমাকে তেমন প্রভাবিত করতে পারে নি।
2015-2016 --> রূপালি যুগ। জীবনে চলার গতিপথ হঠাৎ করে পরিবর্তন হল সেই সাথে সঙ্গী ও। খেলাধুলার পরিমাণ কমে গিয়ে মোবাইল ব্যবহার বেড়ে গিয়েছিল। বিভিন্ন অযথা কারণে পড়াশোনার মনোযোগ ও বিঘ্নিত হয়েছে। তবে এই যুগে ধর্মের যথার্থ অনুশীলন করতে সক্ষম হয়েছিলাম।
★2017-2019 --> কয়লা যুগ। সঙ্গী পরিবর্তন ঘটে ১০০%। খেলাধুলা ৯৫% বন্ধ ছিল। জীবনটাকে কোনভাবেই উপভোগ করতে পারি নাই। যাই একটু উপভোগ হয়েছে দুষ্ট কিছু সহপাঠী বন্ধুর ( কলেজ হোস্টেলে ) সাথে আড্ডাবাজি করে। এই কলেজ জীবনের সঙ্গ আমাকে ৬০-৮০% পরিবর্তন করেছে।
2020 --> নাইল্লা ( পাট ) পাতা। বর্তমানে একটা তিক্ত জীবন পাড়ি দিতেছি। পরিবারই হল একমাত্র সঙ্গ। পরিবারের সবার সাথে একই ধরনের সঙ্গ ( আচার-আচরণ ) হচ্ছে না। সঙ্গের তারতম্য রয়েছে । তবে, ২০২০ এর শেষের দিকে পাড়ার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে সঙ্গ করার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি এবং মনের সুপ্ত হতাশা দূর করতে সক্ষম হচ্ছি। কিন্তু ওনার একটা বিশেষ কাজ করতে গিয়ে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও অনেক গর্ব বোধ হচ্ছে। আমির ওনার সাথে একটা মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরেছি যা দিয়ে শুধু নিজেরই নয় বরং জগতের কল্যাণ করা সম্ভব। সবগুলো সঙ্গের মধ্যে শ্রদ্ধেয় বড় ভাইয়ের সঙ্গটা খুবই তাৎপর্য পূর্ণ। আমি মনে মনে এমন একটা সঙ্গই চাইতাম। আশা করি ভবিষ্যতে এমন সঙ্গ আরও পাব।
অনেক সংক্ষিপ্তে আমার জীবনের কয়েকটা পর্ব বর্ণনা করলাম। জানি না কে কেমন বুঝতে পেরেছেন তবে তা আমার নিকট স্মরণীয় হয়ে থাকবে।
আর হে, আপনি ও আপনার জীবনের "সঙ্গ ও সঙ্গীর" প্রভাব বিস্তারিত লিখে আমাকে পাঠাতে পারেন। যা এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
0 Comments