এই প্রথমবার, নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি!

নীচের ছবিটা দেখে কি মনে হচ্ছে?

When DCD is a Judge


আজ ১৬ ডিসেম্বর, বিজয় দিবস। এই দিবস উপলক্ষে নৈড়পাড় শিশু নিকেতন বিদ্যালয় কর্তৃক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই আয়োজনে বিচারক হিসাবে অংশ গ্রহণ করায় এমন অপলক চোখে ছোটো-ছোটো ছেলেমেয়েদের কবিতা আবৃত্তি, নাচ, গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ কৃতদের বিচার করতেছিলাম। অংশগ্রহণকৃতদের মধ্যে কে কত টুকু দক্ষতার সাথে যার যার দায়িত্ব পালন করতেছে তা সুক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করতেছিলাম। সবাই ভালোই পারফরম্যান্স করেছে, তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করাটা বেশ কষ্ট সাধ্য ছিল বটে। আমি সহ অন্য বিচারকেরা মিলে সুষ্ঠভাবে আমাদের বিচারের দায়িত্ব টুকু পালন করি। তাছাড়া আরও নানা দায়িত্ব ও পালন করি।

সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন 😍



0 Comments