এমনতেই একটা জটিল মুহুর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, জীবনের বড় একটা স্বপ্ন ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যার স্বপ্ন ভাঙ্গে সে বুঝে তার যন্ত্রণা কতটুকু! যখন দ্বিতীয় বার চেষ্টা করেও স্বপ্ন পূরণে ব্যর্থ হই তখন মনে আর কি আশা থাকে?
এমন আশাহীন ব্যর্থ মুহুর্তে পুরোনো কিছু স্মৃতি বিচরণের জন্য "পুরানো মেমোরিকার্ডটি" মোবাইলে ইনপুট করলাম। কিন্তু কি লাভ? গান শোনে মন শান্ত করব? পুরাতন কিছু ছবি দেখে মন শান্ত করব? হ্যা, করতে চেয়েছিলাম। কিন্তু মোমরিকার্ডটিও নষ্ট হয়ে গেছে। যে মেমোরিকার্ডটি হতে সপ্তাহ খানেক আগেও গান শোনেছিলাম সেই কার্ডটি আজ অকেজো! প্রায়ই দীর্ঘ ৮-৯ বছরের স্মৃতি+সংরক্ষিত ফাইল ( ছবি, অডিও, ভিডিও, পিডিএফ ইত্যাদি ) সহ নানা কিছুর প্রমাণ নষ্ট হয়ে গেলো।
অর্থাৎ সময় যখন অনুকূলে থাকে না তখন বস্তুু কিংবা ব্যক্তি উভয়ই প্রতিকূলে চলে যায়।
0 Comments