লিখার মাঝেও এক প্রকার অদৃশ্য শক্তি আছে যা আমাকে সবসময় প্রভাবিত করে চলছে। চলুন এমন কিছু লিখা জেনে নেই...
আহ! আগে কত্ত লিখালিখি করতাম আর এখন কিছুই করি না। কিছু লিখা যা আমার জীবনকে সরাসরি প্রভাবিত করেছেঃ পদ্মার পাড়, রাজশাহী ( I - Badh) ➤ নীচের লিংকটিতে মহাভারত হতে ভগবান শ্রী কৃষ্ণের কিছু কথা যা আমাকে ২০১৫ সাল হতে এখন পর্যন্ত নব নব জ্ঞান প্রদান করে এবং প্রাণশক্তি বৃদ্ধি সহ মনকে শান্ত রেখে চলছে। লিংকঃ https://tinyurl.com/bddsxapb ➤ নীচের লিংকগুলিতে যে লেখাগুলো আছে তা ২০২০ ও ২০২১ সালের যখন আমি ভীষণ একা ছিলাম। প্রতিটা লিখা আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ কারণ তখন হতাশায় চারদিকে অন্ধকার দেখতেছিলাম, বলার মত কাউকে পাচ্ছিলাম না বরং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গুলো নিতে হয়েছিল স্বয়ং নিজেই। আর এই লিখার মাধ্যমেই নিজেকে মোটিভেট রাখতাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লিখার লিংক নীচে দেওয়া হলঃ ✪✪✪ সবচেয়ে বেশি শক্তিশালী ও প্রভাব বিস্তারকারি এবং সফলভাবে পালন করাঃ https://tinyurl.com/yacbb9d6 ✪✪✪ এখন বুঝতে পেরেছি, ইহাই ছিল যুগোপযোগী সিদ্ধান্ত যা আমাকে কিছুটা আলোর পথ দেখিয়েছেঃ https://tinyurl.com/242wnktp ✪✪ মনকে শান্ত রাখতো যে লিখাটিঃ https://tinyurl.com/2p9x35en ✪✪ প্রথমবার নিজকে নিয়ে স্বয়ং নিজের সমালোচনাঃ ht...
0 Comments