আহ! আগে কত্ত লিখালিখি করতাম আর এখন কিছুই করি না।
কিছু লিখা যা আমার জীবনকে সরাসরি প্রভাবিত করেছেঃ
➤ নীচের লিংকটিতে মহাভারত হতে ভগবান শ্রী কৃষ্ণের কিছু কথা যা আমাকে ২০১৫ সাল হতে এখন পর্যন্ত নব নব জ্ঞান প্রদান করে এবং প্রাণশক্তি বৃদ্ধি সহ মনকে শান্ত রেখে চলছে।
লিংকঃ https://tinyurl.com/bddsxapb
➤ নীচের লিংকগুলিতে যে লেখাগুলো আছে তা ২০২০ ও ২০২১ সালের যখন আমি ভীষণ একা ছিলাম। প্রতিটা লিখা আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ কারণ তখন হতাশায় চারদিকে অন্ধকার দেখতেছিলাম, বলার মত কাউকে পাচ্ছিলাম না বরং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গুলো নিতে হয়েছিল স্বয়ং নিজেই। আর এই লিখার মাধ্যমেই নিজেকে মোটিভেট রাখতাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লিখার লিংক নীচে দেওয়া হলঃ
✪✪✪ সবচেয়ে বেশি শক্তিশালী ও প্রভাব বিস্তারকারি এবং সফলভাবে পালন করাঃ https://tinyurl.com/yacbb9d6
✪✪✪ এখন বুঝতে পেরেছি, ইহাই ছিল যুগোপযোগী সিদ্ধান্ত যা আমাকে কিছুটা আলোর পথ দেখিয়েছেঃ https://tinyurl.com/242wnktp
✪✪ মনকে শান্ত রাখতো যে লিখাটিঃ https://tinyurl.com/2p9x35en
✪✪ প্রথমবার নিজকে নিয়ে স্বয়ং নিজের সমালোচনাঃ https://tinyurl.com/yc7me7vf
✔✔✔ স্কুল হতে কলেজ পর্যন্ত আমার কিছুই অর্জন নাই তবে মনকে শান্ত রাখতে যা দরকার তা আছে: https://tinyurl.com/36cwf8wb
আজকের পর থেকে নিয়মিত লিখালিখি করতে পারি আর না পারি তা গুরুত্বপূর্ণ নয় বরং লিখার মাঝে যে শক্তি পাই তা নিয়মিতভাবে ধরে রাখতে হবে।
গত ২০২২ সাল হতে ভার্সিটিতে পড়াশোনা শুরু হলে আমার নতুন এক জীবন শুরু হয়। ভার্সিটি জীবনটা বড় না হলেও অনেক কিছু শিখতে পারতেছি। এখন পর্যন্ত কি করেছি আর কি না করতে পেরেছি তা ভুলে গিয়ে আগামী ৫ বছরের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখনই দৃঢ় একটা মাইন্ড সেট নিতে হবে যেখানে আমার ক্যারিয়ার তথা ফিউচারকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ চলার পথটা যতই জটিল হোক সহজ ভাবে চিন্তা করতে হবে এবং কেউ সঙ্গ দিতে চাই তাকে সাথে নিয়ে কিংবা না দিতে চাইলে একাই অন্ধকার হতে আলোর পথে আসতে হবে এবং সফলতার একক শক্তির উৎস রবির মতো নিজেকে ভাবতে হবে।
লেগে থাকতে হবে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লালিত স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে হবে।
0 Comments