missing
আমাদের প্রতিটা মানুষের জীবনে সময়ের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। তবে সময় যে এত বেশি প্রভাবিত করতে পারে তার স্পষ্টত উদাহরণ হয়তো আমি নিজেই। আসলে আজকের দিনে কেন এসব কথা বলতে শুরু করলাম! কি মনে প্রশ্ন জাগলো? থাক আজকে আর কেন উত্তরটা দেয়া হলো না। যারা আমাকে চিনে বা জানে তারা হয়তো অনুমান করে নিতে পারছে কেন এসব কথা বলছি। কথা বললে তো অনেক কথাই বলা যায়, যে কথাটা বলার জন্য আজকের লেখাটা সেটা শুরু করে দেয়া যাক।
আসলে প্রকৃত বন্ধু হচ্ছে তারাই যারা সময়ে-অসময়ে সব সময় পাশে থাকে। আর সে দিক থেকে বিবেচনা করে আমার পরিবারের সবাই আমার সবচেয়ে কাছের বন্ধু। কেননা এতটুকু বয়সে অনেক প্রকার মানুষের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে আবার সম্পর্ক ও তৈরি হয়েছে। আমরা একটা মানব জাতি হয়েও কত প্রকারে বিভক্ত হয়ে গেছি যা আমাকে ক্ষণিকের জন্য হলেও অনেকটা ভাবায়। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা খুব কাছের তথা খুব আপনজন ভাবি কিন্তু পক্ষান্তরে তারা এর মূল্যই বোঝেনা কিন্তু স্বজন হবার অভিনয়টা ভালোই চালাতে পারে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা পর ভাবি না তবে নিজের আপন জনের মত ও মনে করিনা কিন্তু তারা অভিনয় করে নয় বরং তাদের জীবনাদর্শে তারা প্রমাণ করে তারাই আমাদের প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী এবং আপনজন। এই যে যথার্থ মানুষ চেনা ও একটা বিশেষ ধরণের গুণ যে গুণটা আজও আমার মধ্যে সঠিকভাবে খুঁজে পেলাম না তবে ভবিষ্যতে পাবো কিনা তাতেও সন্দিহান। আর হ্যাঁ, শুধু আমার পরিবারই না, আমার পরিবারের বাইরে ও কিছু মানুষ আছে যাদের সাথে আগের থেকে পরিচিতি আছে কিংবা আমার নিজের অসমের সময় পরিচিতি তৈরি হয়েছে, তারাও আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারাও প্রকৃতপক্ষে আমার আপনজন, তাদের নাম গুলো ভবিষ্যতে কোন একটা বিশেষ দিনে উল্লেখ করার আশায় আজকে গুপ্ত রইল। আশা করি তারা ভুলে গেল ও তাদের কে আমি ভুলবো না।
প্রকৃতপক্ষে আজকের লেখাটা এখনো শুরু হয়নি, যা লিখেছি তা মনের আবেগে! আসলে অনেকদিন ধরে মন খুলে কাউকে কিছু বলা হয় না, বসে যেহেতু আছি তাই লিখে ফেললাম আর কি মনে যা আসে তা। আজকের লেখার মূল উদ্দেশ্য হল আমার নতুন ফেসবুক আইডি খোলার রহস্য নিয়ে। আমার দশ বছরেরও অধিক পুরাতন যে ফেসবুক আইডিটা ছিল সেই আইডিটা সহ 2020 সালে খোলা ফেসবুক আইডিটা একই তারিখে (০৯-০২-২০২২) একই রাতে ডিজেবল এন্ড মেমোরাইজ হয়ে গেছে। এতে আমার খুবই খারাপ লাগা শুরু করে আর বিশেষ কথা হলো আইডি দুইটা আমার কাছে খুবই মূল্যবান ছিল। একই রাতে দুইটা আইডি নষ্ট হয়ে যাওয়া আমার কাছে একটু রহস্যময় লাগে। কোন একটা সংঘবন্ধ গ্রপ হয়তো আমার দুইটা আইডিতে রিপোর্ট করেছে নয়তো একই রাতে দুইটা আইডি চলে যাওয়ার কোন কারণই দেখিনা। ফেসবুক তাদের নিজস্ব অ্যালগোরিদমে যদি আমার আইডি নষ্ট করত তাহলে হয়তো একটা করত। আইডি গুলো ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হলো না তাতে। যারা আইডিগুলোতে রিপোর্ট করে আমার আইডি গুলো নষ্ট করেছে তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। আইডি গুলো নষ্ট হবার কিছুদিন পর টানা কয়েকদিন আমি নিজেকে স্বপ্নে মৃত দেখি। স্বপ্নের বিষয়টা প্রথম এক-দুই দিন তেমন ভেবে দেখিনি কিন্তু পর পর যখন চার-ছয় দিনের মতন নিজেকে স্বপ্নে মৃত আবিষ্কার করলাম তাতে একটু ভাবতে শুরু করলাম। আর তখন মনে একটাই প্রশ্ন জাগলো আমাদের এই মানুষ জীবনের প্রকৃতপক্ষে উদ্দেশ্য কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেকে সংশোধন করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। যেভাবে আছি ঠিক সে ভাবে চললে হয়তো জীবনের প্রকৃত উদ্দেশ্যে সফল হতে পারবো বলে মনে হচ্ছে না। তাই জীবনে পরিবর্তন আসাটা খুবই দরকার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে তাহলে আশা করি ধীরে ধীরে নিজের জীবনের গতিপথ পরিবর্তন ও পরিমার্জন করে নিজেকে সঠিক পথে পরিচালনা করব যাতে এই মানব জীবনের উদ্দেশ্য সফল হয়। কোন এক কবি বলেছিল, "জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"। আসলে মানুষ মরে গেলে তাকে কেউ আপন মনে করে স্মরণ করে বলে মনে হচ্ছে না আর যদিও করা হয় তাহলে তার কর্ম কে করা হয়। মানুষ তার কর্মের মাধ্যমে ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকতে পারে যদিও আমরা সবাই একথাটা জানি তবুও পালন করতে পারি না। তাই চেষ্টা করব যাতে উত্তম কর্ম করে সুন্দর একটা ভাগ্য নিয়ে জীবনের বাকি পথটুকু চলতে পারি। আর হ্যাঁ, গুরুজনদের মুখে এ ও শুনেছিলাম, " কাম, ক্রোধ, লোভ " যার এই তিন থাকিতে নয় তারই জীবন ধন্য হয়। ...
0 Comments