About Me

আমার জীবনে যা কিছু ঘটবে এবং যে গুলো সবার মাঝে তুলে ধরার মত সেই গুলো এই ওয়েবসাইটের মাধ্যমে সবার নিকট তুলে ধরার চেষ্টা করব। 

আমি কে, কি কাজ করি, কি কি করতে ভালো লাগে তা ইতিমধ্যে ওয়েবসাইটে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আসলে এই ওয়েবসাইটের সকল কার্যক্রম আমার জীবনকে কেন্দ্র করেই হবে। 

চলুন, একটা সবচেয়ে গোপনীয় জিনিস জানিয়ে রাখি। আসলে লিখালিখি করার মাধ্যমে নিজের মধ্যে একটা অকৃত্রিম সুখের অনুভূতি পেয়ে থাকি। মাঝে মাঝে এমন কিছু লিখার এতই শক্তি থাকে, যা স্বয়ং আমাকে প্রভাবিত করতে পারে। লিখালিখি করার মাধ্যমে যে আত্মতৃপ্তি ঘটে তা কোন কিছু থেকেই লাভ করতে পারি নাই। তাই লিখার মাধ্যমে আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা তুলে ধরার চেষ্টা করি অর্থাৎ সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সফলতা-ব্যর্থতা কিংবা স্মরণীয় কিছু। 


আপনাদের করা কিছু প্রশ্নের উত্তরঃ

এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করলে আমার ( আপনার ) কি লাভ হবে? 

= আপনার কোন লাভ হবে না তেমনটা বলা বোকামি হয়ে যাবে। যদি আপনি আমাকে ভালোভাবে চিনতে চান এই ওয়েবসাইটই হবে তার একমাত্র সহায়ক। ইহার মাধ্যমে আমার সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ধারনা হতে পারে বলে আমি আশাবাদী। 

এই ওয়েবসাইটে কোন তথ্য নিয়ে আপত্তি বা মতামত থাকলে কি করব?

= আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। Contact Form এ ক্লিক করলে আপনার বিভিন্ন তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে পারেন। এছাড়া ও আমার সাথে যোগাযোগ করার নানা উপায় দেওয়া আছে এই ওয়েবসাইটে।

আর নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে আপনার উক্ত পোস্ট নিয়ে কাঙ্ক্ষিত মতামত তো দিতেই পারেন। 

এই ওয়েবসাইটে আপনি ( এডমিন ) কি নিয়ে পোস্ট করবেন এবং কেনো?

= কি নিয়ে করব তা ওয়েবসাইটের ক্যাটাগরি দেখলেই বুঝতে পারবেন। পোস্ট করার একটাই বিশেষ কারন হল আত্মতৃপ্তি এবং নিজের লব্ধ জ্ঞান টুকু জনমানুষের কাছে পৌছে দেওয়া। তাছাড়া নানান সময়ে, সময়োপযোগী নানা বিষয়ে পোস্ট করা হতে পারে।

ওয়েবসাইটে আপনার ( এডমিনের ) ব্যক্তিগত অনেক তথ্য আছে এবং বিভিন্ন সময়ে আপনার ( এডমিনের ) ব্যক্তিগত পোস্ট লক্ষ্য করা যায়। তাতে কি কোন প্রকার ঝামেলায় পরতে পারেন?

= হ্যাঁ, অবশ্যই। কিন্তু তা নির্ভর করে আপনাদের ( ব্যবহারকারীর ) উপর। আপনার যদি চান, আমি কোন ঝামেলায় না পড়ি তাহলে ঝামেলায় না পড়ার সম্ভাবনা ৯৯.৯৯%। কিন্তু কেউ যদি কোন তথ্য অসদ উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনের সম্মুখীন হতে হবে। আপনার যত্র তত্র ব্যক্তিগত তথ্য পাচার থেকে বিরত থাকতে হবে। আবারও বলছি, আপনারই পারেন আমাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিতে। তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।


[ বিঃদ্রঃ কৃপা পূর্বক কেউ অসদ উদ্দেশ্যে আমার এই ওয়েবসাইটে আসবেন না। এটি আমার একান্তই ব্যক্তিগত ওয়েবসাইট যা কোন ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো হয় নি। আপনাদের খুব কাছের মানুষ মনে করি,  তাই আপনাদের নিকট আমাকে প্রকাশ করিলাম এই ওয়েবসাইটের মাধ্যমে। ] 

আজ (১১.০৬.২০২১ ইং) এইটুকই থাক। পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য আপডেট হতে পারে।