কিছু আশা স্বপ্ন কে পিছনে ফেলে সময়ের চক্র তার গতিতে অবিরাম ঘুরে চলছে!

বর্তমান সময়টা আমার কেমন যাচ্ছে, তা আমি নিজে লিখে প্রকাশ করতে পারবো না। তবে, একটু লেখালেখি করলে আমার মনটা একটু হালকা হবে, নতুন করে কাজ করার শক্তি পাব, এই আশা নিয়েই আজকের লেখা টি।

৫ টার ১ টাও শতভাগ করতে পারি নাই


আমার সময় ভালো যাচ্ছে কিংবা খারাপ যাচ্ছে তেমনটা বলা যাবে না। বর্তমানে পরিবারের সবার সাথে আছি, তারপরও কেন জানি নিজেকে একা একা লাগে। অতীতের কিছু পুরনো স্মৃতি যা আমাকে সুখকর স্বপ্নের একটা দুনিয়ায় রঙ্গিন করে রাখত তা কোনোভাবেই ভুলা যাচ্ছে না। স্মৃতি গুলো মনে পড়লে এখনো খুব আফসোস হয় কারণ আমার নিজেরই কিছু ভুল সিদ্ধান্তের কারণে স্মৃতিগুলো আজ স্মৃতিই হয়ে আছে। আমার এই ওয়েবসাইটে করা অনেক পোস্টই স্মৃতির পাতায় লেখা হয়ে গেল। তার মধ্যে একটা উদাহরণ দেয়া যায়। উদাহরণ নিচের লিঙ্কে দেওয়া হয়।



আমি নিজেকে অনেকটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, মাঝেমধ্যে পারি আবার কখনো পারি না। যখনই ব্যর্থতার স্মৃতি গুলো মানে স্বপ্ন ভঙ্গ হওয়ার কারন খুঁজতে যাই তখনই নিজেকে ভীষণ একা লাগে আর তখনই আমি খুব হতাশাগ্রস্ত হয়ে যাই। আর এই হতাশা থেকে মুক্ত হতে মুক্তমনে কিছু লেখালেখির চেষ্টা করি, আজকের লেখাটা তারি একটা উদাহরণ।

তবে সব শেষে একটা কথা না বললে নাই হয়, এই কয়েকদিনে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে। অনেকগুলোতে কঠোরভাবে পরিশ্রম করে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি। তবে এসব সিদ্ধান্তে আমার ব্যর্থতা গুলো কিছুটা প্রভাব ফেলতে চায়, আর আমি যাতে আমার সিদ্ধান্তে সফলভাবে উত্তীর্ণ হতে পারি এর জন্য সকলের আশীর্বাদ কামনা করি।

Z শেষ এবার শেষ আশা Y

[ বিঃদ্রঃ Z সফলভাবে না পাবার কিছু Major কারন তখনই বলব যখন সফল ভাবে Y কে লাভ করতে  পারব। ]

আজ এ পর্যন্তই। কিছু কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে গেল আর কিছু কথা মনের ভেতর লুকিয়ে রইল। তবে, আমাকে আরো মনোবল অর্জন করতে হবে যাতে করে কোন স্বপ্নই যেন ভঙ্গ না হয় এবং সব স্বপ্ন যেন বাস্তবে রূপ দিতে পারি।

0 Comments