এত মানুষের ভিড়ে থেকেও নিজেকে খুব একা লাগে!

 সময়ের চক্রে সব কিছুই বার বার ঘুরে ফিরে আসে! এ কেমন জীবন পেলাম?

ছবিটি গত বছরের সরস্বতী পূজার দিনের


উপরের ছবির কথা গুলো ছিলো গত বছরের কিন্তু আজ এই কথা গুলো কোন পরিবর্তন ছাড়াই ১০০% মিলে যাচ্ছে আমার জীবনের সাথে। আসলে কীভাবে সম্ভব? তাহলে কি সময়ের সাথে আমার কোন পরিবর্তন হচ্ছে না? আমি কি সেই পুরাতনই রয়ে গেলাম?


কি একটা অসহ্য যন্ত্রণা আমাকে একা করে রাখতেছে আর আমার হৃদয়কে পাষাণের মত ভার করে তুলতেছে! তা কিছুই বুঝতে পারতেছি না।


মনটা একটা উত্তাল সমুদ্র হয়ে যাচ্ছে! সঠিক দিক হতে বায়ূ প্রবাহের অপেক্ষায় আছি।


যাইহোক সবাইকে আজকের সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা 😍


0 Comments