একটা ভাবনা থেকে মুক্তি পেলাম!!!

মানুষ কতকিছু নিয়ে কতকিছু ভাবে! আমি ও  তার ব্যতিক্রম না। আমার মনে ও একটা ভাবনা ছিল যা থেকে ২৭-০২-২০২১ রোজ শনিবার আংশিক মুক্তি পেলাম কিন্তু আজ ২৮-০২-২০২১ রোজ রবিবার সেই ভাবনা থেকে প্রায়ই ৯০% সফলভাবে মুক্ত হতে পারছি বলে মনে হচ্ছে। 


ভাবনা জগতের রাজা - DCD


মানুষ মানেই ভাবনা জগতের রাজা। তা কোন না ভাবে মানব হৃদয়ে থেকেই যায়! হরেক রকমের ভাবনা আসবে তা স্বাভাবিক তবে তা মনে স্থায়ীভাবে ঘর বানিয়ে নিলেই অস্বাভাবিক বলে বিবেচিত হয়।

আশাকরি এই লিখাটি আমি যে মনোবল নিয়ে লিখেছি মানে এই লেখার শক্তির জোরে কোনে ভাবনাই আমার মনে স্থায়ীভাবে বসতি বানাতে পারবে না।

[বিঃদ্রঃ আজকের ভাবনাটি বেশ গুরুত্বপূর্ণ না হলেও আমার অবচেতন মনের বেশিরভাগ জায়গা ধীরে ধীরে দখল করে চলছিল। ]

0 Comments