এইবারই প্রথম বাড়ি থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট হাতে পেলাম। Dhananjay Das received the first product ordered online in his village.

আমাদের গ্রামের বাড়ি থেকে অনলাইনে অর্ডার করে, প্রোডাক্ট বাড়িতে নিয়ে এসে সবাইকে চমকে দেয়ার এটা ছিল যা আজ পূরণ হলো। আমি নিচের ছবিতে দেখানো হেডফোনটি অনলাইনে অর্ডার করেছিলাম 15 বা 16 আগস্ট।



 আর আজ 28 আগস্ট প্রোডাক্ট‌ হাতে পেলাম। তবে আজকে প্রোডাক্টটি আমার ছোট ভাই রাম কোম্পানীগঞ্জ বাজার হতে সরবরাহ করেছিল। প্রডাক্টিভ 25 আগস্ট পাবার কথা ছিল, ডেলিভারি ম্যান প্রোডাক্ট ডেলিভারি দিয়ে পোষবে না বলে দিতে একটু ঘসামাজা করছিল। মানে প্রোডাক্ট নিয়ে সরাসরি আমাদের গ্রামের বাজারে আসতে চাইলো না, তাই আমি আমার ছোট ভাইকে পাঠিয়ে দিলাম কোম্পানীগঞ্জ বাজারে প্রোডাক্টটি হাতে পাবার জন্য।

প্রোডাক্ট হাতে পেয়ে ভীষণ খুশি হলাম, মনে হয় আমিই প্রথম যে আমার গ্রামের বাড়িতে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়েছি।

0 Comments