আমাকে আনফ্রেন্ড করে দিতে পারো কোন আপত্তি নাই। [ Facebook ]

Main Date: 30/04/2020 

I have Taken Serious Step for my Friend  

🙏🙏🙏 একটু পড়ুন। আর না হয় এখুনি আমাকে #Unfriend করুন

Unfriend --> Dhananjoy Das


আমার প্রিয় বন্ধুগণ, যারা আমাকে অপছন্দ কর কিন্তু প্রয়োজনের খাতিরে বন্ধুত্বের ভান করে যাচ্ছো, তারা আমাকে মন এবং ফেসবুক উভয় হতে এখনই #আনফ্রেন্ড করে দাও।
____________________________
আমার পরিচয়ঃ-
------------------------
জাতীয়তাঃ বাংলাদেশি
ধর্মঃ হিন্দু ( প্রকৃত নামঃ সনাতন )
ভাষাঃ বাংলা ( বাঙ্গালি )
লিঙ্গঃ পুরুষ
জেলাঃ কুমিল্লা
পেশাঃ পড়াশোনা ( প্রকৃত অর্থে বেকার )
_______________________________

☞প্রশ্নঃ কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে?
☞উত্তরঃ পরোপকার। স্থান, জাতি, ধর্ম, ভাষা, পেশা ও লিঙ্গ নির্বিশেষে সবার পাশে থাকা

☞প্রশ্নঃ কোন বিষয়টা সবচেয়ে বেশি খারাপ লাগে?
☞উত্তরঃ সত্যিটা যাচাই না করেই কোন কাজ করা এবং স্থান, জাতি, ধর্ম, ভাষা, পেশা ও লিঙ্গে বৈষম্য তৈরি করা। তাছাড়া, নিজের মতাদর্শে খুবই বিশ্বাসী হয়ে অপরের মতাদর্শে কিংবা অনুভূতিতে আঘাত করা

☞প্রশ্নঃ #আনফ্রেন্ড করতে বলেছি কেন?
☞উত্তরঃ আমার পরিচরটা যাদের কাছে ভালো লাগে না যারা লোক দেখানো বন্ধু, এমন বন্ধু আমার দরকার নাই। কারণ যে আমার পরিচয়টাই মেনে নিতে পারে না সে কোন ভাবেই আমাকে মেনে নিতে পারবে না।

☞প্রশ্নঃ যদি তারা এখন #unfriend না করে তাহলে কি করব?
☞উত্তরঃ আনফ্রেন্ড করোক আর না করোক তাতে আমি তাদের ভিন্ন চোখে দেখব না। তারা আমার বন্ধু ছিল, বন্ধুই থাকবে। যদি কোন দিন তাদের সহযোগীতা করার সুযোগ আসে তাহলে সর্বোচ্চ সহযোগীতা করার চেষ্টা করব। যদি তারা এখনই আনফ্রেন্ড করে দেয় তাহলে তাদের জন্য ভালো হবে কেননা তারা আমাকে দেখে কিংবা আমার কোন কর্মে কষ্ট পেতে পারে। যেহেতু তারা আমাকে ব্যবহার করার ইচ্ছা রাখে সেহেতু ইচ্ছা ভঙ্গ হল কষ্ট পাওয়াটা স্বাভাবিক।
_____________________________________________
শেয়ার করে অন্যকে কাজটি করতে সুযোগ দাও। তুমিও তোমার বন্ধু লিস্টটা এভাবে ছেঁকে নিতে পারো।
Collected from: My FB ID

0 Comments