জীবন (Life) ও জীবিকা (Livelihood) কি?


keep on your attention


জীবন বা জীবিকা, শুধু একটা দিয়েই চলবে না। জীবনকে যদি একটা রকেটের সাথে তুলনা করি তাহলে তার জ্বালানি হল জীবিকা। ধরি রকেট আছে তবে তাকে উড়ানোর জন্য জ্বালানি নাই তাহলে সেই রকেটের বাস্তবিক কোন মূল্য থাকে না। যেমন: মানুষ তার নানাবিধ পেশায় নিয়োজিত থেকে তাদের জীবিকা নির্বাহ করার মাধ্যমেই জীবন রক্ষা করা। জীবন না থাকলে একজন মানুষ যেমন মৃত তেমনি জীবিকা না থাকলে জীবন ও মৃত (অচল)। অর্থাৎ বৃদ্ধ বয়সে জীবন থাকলেও জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যায় ফলে জীবনের মূল্যও থাকে না। তাই জীবন ও জীবিকা একে অপরের পরিপূরক।

0 Comments