[ বিদ্যানন্দ --> "এক টাকায় আহার "] আমি দান করেছি, চাইলে আপনিও দান করতে পারেন

Main Date: 24/03/2020

--->>আমি দান করেছি, চাইলে আপনিও দান করতে পারেন


★★★ এক টাকায় আহার প্রজেক্টের রুপকার বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকায় আহার প্রজেক্টের মাধ্যমে ইতোমধ্যে ২৬ লক্ষ মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে। তিন শতাধিক এতিম শিশুর জন্য ৫ টি এতিমখানা ছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন- এর আছে দুই হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য ১০ টি স্কুল। এছাড়াও এ প্রতিষ্ঠানটির রয়েছে ‘এক টাকায় চিকিৎসা’ সেবা, নারীদের প্রশিক্ষণ কেন্দ্র ও এ্যাম্বুলেন্স সার্ভিস।

দান করতে ক্লিক করুন এখানে
সরাসরি লিংকঃ www.bkash.com/bkash-donation/donation?page=bidyanondo

★★★বিদ্যানন্দ একটি খুবই নতুন ও অনন্য অনুষ্ঠান শুরু করেছে 'এক টাকায় আহার', যা 'একক মুদ্রার খাবার' বোঝায়। এই কর্মসূচির আওতায় শত শত রাস্তায় বসবাসকারী শিশু, ভিক্ষুক, বৃদ্ধ মানুষ এবং রাস্তায় বা স্টেশনগুলির আশেপাশে ঝুলন্ত শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জযুক্ত লোকজন মাত্র এক টাকায় নিয়মিত খাবারের মৌলিক চাহিদা পায়। বর্তমানে 'এক টাকায় আহার' বিদ্যানন্দ এর প্রধান প্রকল্প। বর্তমানে আমরা বাংলাদেশের ৮ টি জেলায় ১,০০০ টিরও বেশি প্যাকেট সরবরাহ করছি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১ টাকা চার্জ করা নীতির মাধ্যমে বাচ্চাদের অর্থের পরিমাণ অল্প পরিমাণে প্রদান না করে, অংশীদারিত্ব হিসাবে অর্থ প্রদান করা, যাতে করে এটি গর্বের বিষয় হয় এবং নেতিবাচকভাবে নিজেকে ভিক্ষুক হিসাবে মনে না হয়।

0 Comments