সিদ্ধান্তটা নিতে বার বার হৃদয় কম্পিত হচ্ছে!!! আমি কি যথার্থ সিদ্ধান্ত নিতে পেরেছি নাকি না?

জীবনের প্রতিটি মূহুর্তে যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তা নিজ থেকেই। আজ এমন একটা মুহূর্তে এসে উপস্থিত হলাম যে এই মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নিব সেটা সঠিকভাবে বুঝতে পারতেছি না অর্থাৎ আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি ।

Dhananjoy Chandra Das is thinking about Himself


‌না, সিদ্ধান্তহীনতায় ভুগলে হবে না। কিন্তু কি সিদ্ধান্ত নিব? এটা যে আমার ক্যারিয়ারের সাথে সংযুক্ত!! আজ যে সিদ্ধান্তটা নেব সেটাই হবে আমার ভবিষ্যৎ, যদি কেবল যদি সিদ্ধান্তটাতে আমি সফল হতে পারি । আর যদি ভুল সিদ্ধান্ত নেই আর শেষে ঐ সিদ্ধান্তে যদি ব্যর্থ হই তাহলে আমার চেয়ে দুঃখী এই সংসারে আর কাউকে খুজে পাওয়া যাবে না। কিন্তু কেন? কারণ এই সিদ্ধান্তে শুধু আমি একাই ব্যর্থ হব আর অসফলতাও আমারই হবে এমন নয়! আমার অসফলতার সাথে সাথেই আমার পরিবার তথা বাবা-মা, ভাই-বোন, আঙ্কেল-আন্টি সবার স্বপ্ন ভঙ্গ হবে। সুতরাং আজকের এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ।

সিদ্ধান্তটা নিতে বার বার হৃদয় কম্পিত হচ্ছে। তারপর ও সবাইকে জানিয়েই সিদ্ধান্তটা নিব যাতে সুহৃদ ব্যক্তিদের থেকে কিছু পরামর্শ / উপদেশ পেতে পারি।

★★★বিঃদ্রঃ ছোট বেলা থেকে পরিবার ও পরিবারের বাইরে সবাই একটাই স্বপ্ন দেখেছে বড় হয়ে "Z" হব। তবে বর্তমানে "Z" হতে একটা মহা পরিক্ষা দিতে হবে। প্রথবার একবার দিয়েছিলাম তবে পর্যাপ্ত একাডেমিক রেজাল্ট না থাকায় চান্স পাব দূরে থাক কোন রকমে পরিক্ষায় বসলাম। তবে দ্বিতীয় বার মান উন্নয়ন করে পর্যাপ্ত একাডেমিক রেজাল্ট নিয়ে "Z" পরিক্ষা দিব, সেই আশার প্রদীপে COVID-19 জল ঢেলে দিল। বর্তমানে "Z" পরিক্ষা দেবার আগেই প্রায়ই ১০ নম্বর মাইনাস হয়। অর্থাৎ একাডেমিক হতে ২০০ নম্বরের মধ্যে ১৯০ থাকে আর বাকি ১০০ নম্বরের মধ্যে পরিক্ষা দিয়ে যত পাই তা ১৯০ এর সাথে যুক্ত হবে। এই পরিক্ষাটিকে অনেকেই মহাযুদ্ধ বলে স্বীকার করে। ইহা একটি যুদ্ধ তা সুস্পষ্ট ভাবেই স্বীকৃত। কেননা মোট ৩০০ এর মধ্যে ২০-৩০ নম্বরের ব্যবধানে সবার চান্স নিশ্চিত হয়ে যায় আর সেখানে আমি ১০ নম্বরের ব্যবধানে পিছনে পড়ে আছি। আশা করি সবাই বুঝে গেছেন কেন সিদ্ধান্তটা নিতে বার বার হৃদয় কম্পিত হচ্ছে!!! আর হে "Y" একটা বিষয় রয়েছে যেটা আমার খুব ভালো লাগে তবে সেটা "Z" এর সম্পন্ন বিপরীতে। "Z" এর জন্য ম্যাথ এর কোন প্রয়োজন নাই তবে "Y" এর জন্য ম্যাথ মাস্ট দরকার।
বর্তমান সময়টা হল "Z", " Y" বা অন্য কোন সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ।


আজ (২৮-১১-২০২০ খ্রী ) ক্যারিয়ার বিষয়ক যে সিদ্ধান্ত গুলো নিয়েছি তা নিম্নে উল্লেখ করা হলঃ

১. দশ (১০) নম্বর মাইনাস হওয়া সত্বেও "Z" কে টার্গেট করে প্রস্তুতি নিব। [ 1st Priority ➤ Never Skip ]

২. "Y" এর জন্য দৈনিক ২ ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব। [ Try to Hard for Solving Math ➤ Not Only Math Subject but Also Physics, Chemistry ☞{It is possible in many Varsity } ]

৩. প্রত্যেকদিন যেকোনো একটা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। [ For Acquiring Knowledge about Question ➤ "Z", "Y", Others ]

সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আমাকে কি কি করতে হবে? আমি যা যা করব তা 👇👇👇

১. মনের সকল কুচিন্তা ও অতিভাবনা ত্যাগ করা!
২. স্বল্প কথা বলা, অল্প লোকের সমাগমেও যাওয়া যাবে না!!
৩. কোন কিছুতে ভাল লাগলেই তাতে আকৃষ্ট হয়ে সময় নষ্ট করা যাবে না!!
৪. নিয়মিত পড়তে হবে ➤ এর জন্য শরীর ভাল রাখতে হবে ➤ যার দরুন নিয়মিত শরীর চর্চা করতে হবে!!
৫. কর্মে মনোযোগ ধরে রাখতে হবে, যাহা দিয়ে মনোযোগ বিচ্ছিন্ন হয় তাহা সাথে সাথেই বর্জন/ত্যাগ করতে হবে!!

করুণার সাগর, সর্বশক্তির উৎস পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ আমার সকল কর্মের কল্যাণ করুক সেই আর্শীবাদ করবেন ➤ সবাই 🙏

0 Comments