নতুন নাম্বারের কন্টাক্ট লিস্ট টা নতুন করে সাজানোর প্ল্যান নিয়েছি

দীর্ঘ প্রতিক্ষার পর ( ৩১.০৭.২০২০ ) গতকাল ব্যক্তিগত আইডেন্টিটি দিয়ে নিজের নামে একটা সিম ক্রয় করেছি। বেশ ভালোই লাগছে নিজের একটা নাম্বার আছে....

Try to change 


দুঃখের বিষয় হল এই নাম্বার হতে এখন পর্যন্ত কাউকে কল দিতে পারি নাই 😥

[ আপনজনের অভাব নাই তবে সত্যিকারে আপনজনের নাম্বার কন্টাক্ট লিস্টে খুঁজে 🤫🤫!!! প্রিয় ব্যক্তিগণ, কেউ আমাকে ভুল ভেবে দূরে ঠেলে দিলে দিতে পারো, কোন আপত্তি নাই 😶 ]

কারণটা কি হতে পারে 🤔🤔🤔? আসলে 🙄🙄

--->👉 কন্টাক্ট লিস্টে যে নাম্বার গুলো সবার উপরে ছিল সেগুলো সময়ের প্রভাবে তলিয়ে গেছে 😶

--->👉 হয়তো কালের প্রভাবে সবার প্রয়োজনই মিটে গেছে তাই.. 😇😇

--->👉 আমি হয়তো কেরোসিন ছাড়া একটা চেরাগে পরিণত হয়েছি😅😅

--->👉 কেউ অভিমানে বা কারো উপর অভিমান, কেউ ব্যস্ত বা নিজের ব্যস্ততা 😁😁
এমন কত কি কারণ হত পারে, মনে করলে 😂😂😂

√√√ নতুন সিম নিয়েছি তার মানে এই নয় যে পুরতান সব কিছু ভুলে যাব। আমি যা কিছু করি তা সবাইকে জানিয়ে করতে পছন্দ করি যাতে ভুল হলে তা সংশোধনের পরামর্শ দিতে পারে।

0 Comments