আমার জীবনে আগস্ট মাসের প্রভাব। এই আগস্ট মাস আসলেই আমি কেন অন্যরকম হয়ে যাই? Life Hacks of Dhananjoy Das

‌ইংরেজি বছরগুলোর মধ্যে আগস্ট মাস টা আমার জীবনে অন্যরকম একটা ভূমিকা পালন করে। আরে এই আগস্ট মাস আমার নিকট 2018 হতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে লাগলো। আজকে আলোচনা করা হবে আমার জীবনে আগস্ট মাসের প্রভাব।

আগস্ট মাসটি আমার জীবনে তাৎপর্যপূর্ণ কারণ 2018 হতে এখন পর্যন্ত যতগুলো আগস্ট মাসের সাথে দেখা হচ্ছে, প্রত্যেকটা আগস্ট মাসের কার্যক্রম প্রায় একই ধরনের হচ্ছে। 

নিম্নে আগস্ট মাসের দু'চারটা কার্যক্রম বর্ণনা করা হলোঃ

1. শুধু শুধু রাত জেগে থাকা আর অনলাইনে পড়ে থাকা বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে। ফেসবুকের নিউজফিড শুধু স্ক্রল করা আর ইউটিউবে মোটিভেশনাল ভিডিও, শিক্ষা বিষয় স্লাইড ভিডিও, প্রাংক ভিডিও, নাটক অথবা মুভি দেখা। 

2. ফেসবুকের নিউজ ফিডে চমকপ্রদ সব ভিডিও দেখে, তাতে আকর্ষিত হয়ে সময় নষ্ট করা। যেমন: ঘরে বসে টাকা ইনকাম করুন অথবা স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়তে চান ইজিলি অথবা বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ। এমন সব বিজ্ঞাপন আসলেই আমার মনোযোগ কেড়েছিল ।

3. নিজে থেকে কিছু করতে চাওয়া মানে নিজের একটা ইনকাম সোর্স থাকবে। সেই লক্ষ্যে 2019 এর আগস্ট মাসে অনলাইনে একটা ব্যবসা শুরু করেছিলাম যদিও ব্যবসাটিতে কিছুটা সফলতা আবার ব্যার্থতা ছিল । তাছাড়া অনলাইনে অ্যাপ ডেভলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন সহ নানা জিনিস শিক্ষতে চেষ্টা করেছিলাম।

4. ঠিক টাইম মতো খাবার না খাওয়া, স্নান না করা কিংবা দৈনিক যে কাজগুলো করতে হবে তা করতে না পারা সবি ছিল এই আগস্ট মাসে। এ মাসটা আসলেই ঘুমানোর যাওয়ার টাইম হতো রাত তিনটা বা চারটা অথবা পাঁচটা বাজে আর ঘুম ঘুম থেকে জাগার টাইম হতো সকাল 12 টার পরে মানে দুপুরে।

5. সারাটা দিন যেত হতাশা আর দুঃশ্চিন্তার মধ্য দিয়ে , কি করব? কিভাবে করব? তা ভেবে ভেবেই মাথা ধরে যেত, এই কারণে হয়তো দিন টা হতো একটা বিষন্নময়ী। বিষন্নতায় মনে দুঃখ-রাগ-অভিমান নিয়ে দিন গুলো কেটেছে। আমি দেখতে হয়তো পাতাঝরা একটা গাছের মতো হয়ে পড়েছিলাম, রস-কস ছাড়া রোদে পুড়ে ছাই হবার মত অবস্থা । 

আসলে, চেষ্টা করে যাচ্ছি নিজেকে পরিবর্তন করার জন্য। তারপরও জীবনে একই ঘটনা বারবার আসতে থাকে।উপরের ঘটনাগুলো গত 2018 থেকে এখন 2020 পর্যন্ত প্রায় হুবহু কপি করে হয়ে চলছে আমার জীবন। এই 2020 আগস্ট এর ৮-৯ দিন হয়ে গেছে, ঘটনা গুলো আমার জীবনে বারবার পুনরাবৃত্তি হতে চলছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনাগুলো আমার জীবনে আমি আর ঘটতে দিব না ।

আমি এখনো রস-কস ছাড়া যে বৃক্ষে পরিণত হয়ে আছি তা আর থাকা যাবে না। চেষ্টা চালাচ্ছি আরো চালিয়ে যাব । যে সিদ্ধান্ত নিব তাও জানিয়ে নিব । আগস্ট মাস টা আসলেই বছরের বাকি মাস গুলো ও খারাপ চলে যায়। যাইহোক, আমি চেষ্টা করব নিজেকে নতুন রূপে নতুন ভাবে ফিরে পেতে।

বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি। পাশে থাকা বন্ধুগুলোর সহযোগিতা ছাড়া কখনো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা আছো, তারা বিশেষভাবে আমাকে চলার পথে সৎ উপদেশ এবং নানাভাবে সহযোগিতা করবে বলে আশা করি ।

যারা সম্পূর্ণ লেখাটি পড়েছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করবে সে প্রত্যাশা রেখে আমার লিখাটি এখানেই থামিয়ে দিলাম।

0 Comments